Posts

কবিতা

চলে যাওয়া মানেই প্রস্থান

July 11, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

91
View

এইতো আমি হারিয়ে যাবো- বৃষ্টিদিনের ছাতার পাশে আর পাবে না আর পাবে না,
খসখসে দিন রোদপোহাতে ডাকলে পরে আর পাবে না,
এইতো আমি- হাঁটছি চলছি, ভাবছো ভালোই- এই আমাকে ট্রেনের ডাকে প্লাটফর্মে আর পাবে না,
আর পাবে না দুপুরবেলার একলা যখন জামের বাগান,
আমের ঘ্রাণে ভরলে আঙন ঢিল ছুঁড়তে, চড়তে গাছে আর পাবে না, আর পাবে না- সদরঘাটের টাটকা জ্যামে আটকে পড়া বিকেলবেলা কিংবা যেতে শহীদ মিনার একুশ তারিখ প্রথম প্রহর; আমিনবাজার, টিএসসি মোড় নাহয় কোনো আনকোরা রোড-
ভীষণ জ্বরে খুঁজলে পরেও আর পাবে না, আর পাবে না-
প্রেমিক ভীষণ তুচ্ছ জিনিস, এরচে তো ভালো তোমার গোল্ডফিশ আর দিলীপ কুমার আরও প্রিয় শাহাবাগের ফুলের দোকান-
অবহেলা দারুণ জিনিস, জ্বলে জ্বালায়; তার চেয়ে সব তুলেই রেখো- অবহেলা করতেও তো আর পাবে না, আর পাবে না।

Comments

    Please login to post comment. Login