শুক্রবারের মেঘ, হাটুরে গায়ের ঘ্রাণ,
বাছুরের হাড়ে রোদ, পৌষে নূতন ধান।
নাড়ার চালের জ্বর, নীড়খসা নিমফুল,
সুপুরিতে হাঁসরোদ, নকশীকাঁথায় ভুল;
চৈতীধানের গান, শেষেরবেলার হাট,
গ্রামটুক খানখান, কোকিলের কনসার্ট।
দূরহাওয়া নদীতীর কাঁপাকাঁপা বটগাছ,
কিষাণের ছেঁড়াথান, খয়েরিরঙের হাঁস,
নির্জনে নারকেল, শিয়ালের খাওয়া হাঁড়-
সাদাসাদা পায়রারা ধানক্ষেত তোলপাড়;
খড়খড় ডিবিরোদ বিকালের সানগ্লাস,
একলা খেজুরবন, মৃগেলের সন্ন্যাস।
ময়লার পোর্ট্রেইট, পোড়াইটরঙ উনান,
রোদপেকো আতাফল, হলদে কাঁঠালঘ্রাণ;
কুমড়াফুলের রঙ, ফুটিক্ষেতে পাকাফল,
বাদামি ঘাসের ভীড়, আলগা ঘাসেরজল।
ইরিক্ষেতে বাজে ব্যঙ- দূরশশ্মানের গান,
নির্জলা ঊনচর, পাকা রূপশালী ধান-
সন্ধ্যারতীরের ঘুম, ভৈরোয় নাচে যব-
অবসর পেলে মন, ঘুরেআসে শৈশব।
76
View