Posts

কবিতা

অবসর পেলে ভাবা যাবে

July 11, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

76
View

শুক্রবারের মেঘ, হাটুরে গায়ের ঘ্রাণ,
বাছুরের হাড়ে রোদ, পৌষে নূতন ধান।
নাড়ার চালের জ্বর, নীড়খসা নিমফুল,
সুপুরিতে হাঁসরোদ, নকশীকাঁথায় ভুল;
চৈতীধানের গান, শেষেরবেলার হাট,
গ্রামটুক খানখান, কোকিলের কনসার্ট।
দূরহাওয়া নদীতীর কাঁপাকাঁপা বটগাছ,
কিষাণের ছেঁড়াথান, খয়েরিরঙের হাঁস,
নির্জনে নারকেল, শিয়ালের খাওয়া হাঁড়-
সাদাসাদা পায়রারা ধানক্ষেত তোলপাড়;
খড়খড় ডিবিরোদ বিকালের সানগ্লাস,
একলা খেজুরবন, মৃগেলের সন্ন্যাস।
ময়লার পোর্ট্রেইট, পোড়াইটরঙ উনান,
রোদপেকো আতাফল, হলদে কাঁঠালঘ্রাণ;
কুমড়াফুলের রঙ, ফুটিক্ষেতে পাকাফল,
বাদামি ঘাসের ভীড়, আলগা ঘাসেরজল।
ইরিক্ষেতে বাজে ব্যঙ- দূরশশ্মানের গান,
নির্জলা ঊনচর, পাকা রূপশালী ধান-
সন্ধ্যারতীরের ঘুম, ভৈরোয় নাচে যব-
অবসর পেলে মন, ঘুরেআসে শৈশব।

Comments

    Please login to post comment. Login