Posts

কবিতা

রোদ

July 11, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

80
View

ধানের ছায়ায় ফড়িঙ দুপুর-
রোদের নামাজ উসখুস খুব,
দোয়েলের শিস, সুপুরির ঘ্রাণ-
রাখালের সুর মেঘ অরগ্যান।

নেপিয়ার গ্রাস, এথলেট ব্যঙ
মরা বাঘডাঁশ, ঘুণেখাওয়া ঠ্যাং-
নারিকেল ফুল, পেয়ারার বন
জামরুল রোদ, মেদুর ভূষণ।

মেহগনি ফলে টিপটিপ রোদ-
ডাহুকের ঘ্রাণ, ঘুম অবরোধ,
ঢ্যাড়শের গাছ বিকালের ঘ্রাণ
ইস্কুল ফেরা; রৌদ্রের স্নান।

Comments

    Please login to post comment. Login