Posts

কবিতা

রেলের ওপারে

July 11, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

72
View

যেমন আমের মুকুলে ফড়িং নাচে, বাদাম পাতায় দোলে ভোরের শালিখ, কোথাও বাঁশির সুরে বেজে ওঠে ক্ষেত- আঁতালে পাশ ফেরে রুগ্ন মহিষ।
শাল রোদে বন তার হারিয়েছে সুখ, ফুটিক্ষেতে খড় মুড়ি শুয়ে আছে জ্বর, বৈকালে গম গাছে মিশে গেছে স্বেদ,
গাছে গাছে অসুখীতা করে আছে ভর।

এক্ষুনি ট্রেন গেল গমক্ষেত ‘পার, ঢেঁড়সের সরু গাছে উত্তাল দোল,লাইনের ওইপাড়ে আছে সরু খাল,ওইখানে- নিশ্চি’তে শুয়ে ভাঙা পোল।
ওইগাঁয়ে নিশ্চুপে পেকে যায় ধান, আরো নাকি থমথমে জারুলের বন, এছাড়াও
চুল খুলে ইশকুলে মেয়ে, দেখবার
চাইছে যে মনটা ভীষণ।

Comments

    Please login to post comment. Login