আমাকে অনেকেই বলেন, বই পড়ায় সময় কই!
কিংবা বই কিনে পড়ার সময় কই।
আমি বলব এটা নিছক মিথ্যা কথা।
'আপনি প্রতিদিন দুপৃষ্ঠা করে বই পড়লে মাসে ষাট পৃষ্ঠা,
বছরে সাতশো কুড়ি পৃষ্ঠা।
বছরে সাতশো কুড়ি পৃষ্ঠা পড়তে পারা মানে-
অনেকগুলো বই পড়তে পারা।'
আর কেউ কী দুপৃষ্ঠাই পড়ে! কৃপণ ছাড়া।
আর বই কেনার জন্য কী আসলে বইবাজারেই যেতে হয়?
একটা সিগারেটের প্যাকেটের চেয়েও বই সস্তা-
কিংবা এক কাপ কফির চেয়েও।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।