পোস্টস

কবিতা

মৃত মাছের গান

১১ জুলাই ২০২৪

মিলু

মূল লেখক কৌশিক মজুমদার শুভ

ফিরে এসো প্রিয়তমা, ফিরে এসো-
দুপুরের মাঠে রোদ ফিরে আসুক,
হলদে পাখির ডাকা সন্ধ্যের অর্কেস্ট্রায়-
মানুষের ভিতরকার একেকটা ডাইনোসর গভীরতা জুড়ে-
বৈকালিক আমলকি বাতাস, সুপারির বনে সান্ধ্য ডাহুক ঘুম
পৃথিবীর শেষ চোখ মেদুর ঝরে পড়ো,
মৃত পুকুরের স্নান হয়ে বৃষ্টিজড়িত বিকেল ফিরে এসো-

চোখের কালোদাগ হেঁটে যাচ্ছে বিদূর পথ,
অপেক্ষায় ঊণরঙ হয়ে যাচ্ছে লাল পোস্টবাক্স,
বর্শাতি পেরিয়ে যাচ্ছে মরশুম,
কমলা কাঁঠালপাতা ভরে গেছে চালে-
দুর্বা হেঁটে উঠেছে উঠান,
কৃষ্ণচূড়ার নিচে গরুটির পিঠ ভরে গ্যাছে ফুলে,
এই বসন্তে ফিরে এসো প্রিয়তমা;
ফিরে এসো।