যেমন তেঁতুলের শাখায় বাতাসের উপচে পড়া দেখে অবোধ শিশুটি চেয়ে থাকে-
যেমন রাস্তার শেষ করে পথিক চেয়ে দ্যাখে ফেলে আসা মুগ্ধ পথ,
আমাদের অনেকটা সময় জুড়ে ফেলে আসা লোকজন বাড়িমাঠ পুকুরপাড় –
আমরাও মুগ্ধতায় চৌচির হয়ে আছি দুপুরের নিরব রৌদ্রে আঁতার ফলের মতো
যেন প্রান্তরে দাঁড়িয়ে একেকটা লোক নিজ থেকে হয়ে ওঠে নির্জন-
এইখানে দুপুরের মন্দ্রতায় স্নান করে মানুষ হয়ে ওঠে জারুলের বন।