বুকে জমাট নীল পাখিটা
উড়ে যেতে চায় বার বার
আমি তারে ঠেসে ধরি, ধরে-ই রাখি,
বলি তারে, থাকো এখানে, কেউ দেখবে না
দিব না কাউকে দেখতে
তোমায়।
বুকে জমাট নীল পাখিটা
উড়ে যেতে চায় বার বার
কিন্তু আমি হুইস্কি দিয়ে ভিজাই তারে আর ধোঁয়া দেই
সিগারেট জ্বালায়
আর গণিকারা বা মদব্যাপারী
আর পাড়ার যত মুদিদোকানী
কখনই জানবে না, জানবে না
সে
আছে এইখানটায়।
বুকে জমাট নীল পাখিটা
উড়ে যেতে চায় বার বার
আমি শক্ত করে ধরি তারে
বলি,
এখানেই থাকো, তুমি কি চাও আমাকে করতে
এলোমেলো?
ভণ্ডুল করতে চাও আমার যত সব
কাজকর্ম?
বই বেঁচা বরবাদ করতে চাও
ইউরোপদেশে?
বুকে জমাট নীল পাখিটা
উড়ে যেতে চায় বার বার
আমিও চালাক কম না, তারে বাইর করি
কিছুটা সময়, কেবল রাত্রিরি বেলায়
যখন সব মানুষ আরাম করে গভীরঘুমায়।
বলি, আমি জানি তুমি এখানেই আছ
ফলে হয়ো না
বিষণ্ণ।
পরক্ষণেই, ঢুকিয়ে রাখি আবার,
যদিও, গান হয় কম
সেখানে, আমি তারে সহসায় দেই না যেতে
মরে
এবং আমরা একসাথে ঘুমাই, যেন
যেন
আমাদের রয়েছে
গোপন চুক্তি কোন
আর এইটুকই পারে
একটা মানুষরে
কান্দাইতে, কিন্তু কান্দি না
আমি, কি করো
তুমি?
178
View