Posts

চিন্তা

একসাথে থাকার দিনগুলোতে বইপড়ুন (Premium)

April 26, 2024

হাসান ইকবাল

Original Author হাসান ইকবাল

গ্রামের কথা বলছি। পাঠ্যবইয়ের বাইরে অন্য বইপড়া মানেই "আউট বই" পড়া। এই আউট বই পড়াকে অনেকেই মনে করেন পড়াশোনা নষ্ট হয়। কিন্তু এই আউট বই পড়লে শিশুর কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়ে। এই বিষয়টা এখন প্রমাণিত।

আর যারা বড় মানুষ আছেন। তাদের বলি।
কষ্টের দিনগুলোতে-
হাসির দিনগুলোতে-
অবসরের দিনগুলোতে-
উৎসবের দিনগুলোতে-
ভ্রমণের দিনগুলোতে-
একাকীত্বের দিনগুলোতে-
একসাথে থাকার দিনগুলোতে-
বন্ধুত্বের দিনগুলোতে বইপড়ুন,

বই বড় বন্ধু।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login