Posts

কবিতা

প্রতি উত্তর (Premium)

July 12, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
প্রতি উত্তর
""""''""""""""""""""""""""
লিংকন

প্রিয়তমা সুস্মিতা,
জানি আমি,
অনুভব করেছি হৃদয়ের
গভীর হতে
তোমার ভালোবাসার উষ্ণতা,
যেখানে অলিন্দ নিলয়ে খেলা করে
লাল নীল গাঢ় রক্ত ।
তাইতো আমার ধমনি শিরা
হেমিস্ফিয়ারে তোমার স্বপ্ন
খেলা করে স্বর্গীয় সুখ নিয়ে।

নীল সভ্যতায় সৃষ্টি
তোমার যে ভালোবাসা,
তারও আগে সৃষ্টি আমার,
তোমায় পাবো বলে।
গ্যালাক্সিতে বসে থাকা
কোন প্রেম মানবী থেকে নয়,
আমার অস্তিত্বের বিকাশ যখন
যখন আমার ফিটাসে
নিঃশ্বাসের আগমন,
যখন হৃৎপিন্ড প্রথম লাব ডাব
শব্দ নিয়ে উৎপত্তি হয়
তখন থেকেই জানি আমি।

ভালোবাসার যে তাজমহল
তৈরী করে রেখেছো
হৃদয় মন্দিরে তোমার,
বিশ্বাস রেখো শতাব্দির প্রাচীন
পিরামিডের চেয়েও কম নয়
আমার ভালোবাসা।
অন্ধ কুঠুরিতে এসে দেখো
নিয়নবাতির চেয়েও জ্বলজ্বল
করছে তোমার প্রতি আমার প্রেম।

কোন এক শ্রাবনে ঝরঝর বৃষ্টিরাতে
প্রেমের আদরে যে রাঙিয়েছিলে আমায়,
ভুলিনি প্রিয়তমা।
বড় কষ্ট পেলাম
সে আদরের চিহৃটুকু তুমি
তুলে ফেলতে চেয়েছো
সাবানে ঘষে ঘষে,
এতোই কি কুৎসিত ছিল
আদরের পরশটুকু?

স্বীকার করি আমি
কালের আবর্তে,
মহা প্রলয়ের ধাক্কায় গ্রহ থেকে
গ্রহাণুতে ছিঁটকে পড়েছি।
তবুও তোমার প্রতি ভালোবাসার
এতটুকু কমতি হয়নি,
সূর্যের আলো যেমন

This is a premium post.

Comments

    Please login to post comment. Login