বলি দেয়া উটের পিঠ বেয়ে নেমে গেল
আগামীর আলো হাতে - রাতের মিছিল।
প্রতিভাত রাঙা সকাল;
জন্ম দেবে অন্তঃসত্ত্বা সূর্যোদয়।
কিসের ভয়’
রাতের ক্যানভাসও আলোকিত।
রক্তাক্ত ভালোবাসায়
খোঁপার জবা খোসে পড়ে জলে;
মুখাগ্নি নিয়ে নিষ্পাপ মোম
গলে পড়ে, ভেসে যায় ফুল তুলে।
এখানে;
রাতও দিন হয়।
ঝড়ের রাতের পাতার ঘুড়ি
রোদেলা দুপুরে কিশোরের হাত ঘুরে;
বিস্ময় চোখে শত কোটি তারাদের
মিছিল হয়।
আজও;
আরেকটি রাত।
আগামী দিনের পিতৃত্ব বয়ে চলা
কালের সাক্ষি;
জারজ দিনের জন্ম সাক্ষ্য দেবে, তোমাকেই চিরকাল - পাপী।