ব্যারিষ্টার সুমন
স্বপন বিশ্বাস
জন্ম নিছে একটা ছেলে
শত বছর পরে
সুমন নামের সে ছেলেটা
সবার হৃদয় মাঝে।
হবিগঞ্জ এক মায়ের কোলে
বেড়ে ওঠা তার
স্বর্গ সুখের সমাজ গড়তে
তুললা নাই যার।
ধর্ম বর্নের বিভেদ মুছে
গড়তে সুন্দর মানুষ
বিলিয়ে দিয়ে ভালবাসা
ছুটছে অহর্নিশ।
যুগে যুগে এমন ছেলে
এক দুইটা আসে
যার আদর্শ বুকে ধরে
একটি জাতি বাঁচে।
১৩/৭/২৩
147
View