তবুও কেন!
লিংকন
১২/০৭/২০২৩
যেখানে ভাগ্য লেখা হয়েছে
মানব সৃষ্টির সেই
হাজার হাজার বছর আগে!
যেখানে রিজিকের ফায়সালা
হয়ে আছে নির্ধারিত!
নির্ধারিত হয়ে এসেছে -
যেখানে মৃত্যুর পয়গাম!
তবুও কেনো মানুষ মোরা,
ছুটে চলি অবিরামভাবে!
ছুটে চলি সময়কে পিছনে ফেলে
মরনকে ভুলে গিয়ে!
তবুও কেনো লোভ লালসার
পাতানো ফাঁদে পা দিয়ে
ছুটে চলা নিষিদ্ধ পথে!
তবুও কেনো স্বার্থের লোভে
রক্তের সম্পর্ক ছেদ করা?
নষ্ট করা আত্মার বন্ধন!
তবুও কেন ক্ষমতার আবরনে
দাম্ভিক জীবন গড়া,
তাচ্ছিল্য করা অসহায় দুর্বলদের!
ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে
এই যে মনুষ্য বন্ধনগুলো আলগা করে
একাকীত্বের পান ছুটে চলা!
এই যে অবৈধ উপায়ে
হাজার কোটি অর্থ উপার্জন!
নামে বে-নামে
শত শত একর জমি গাড়ি বাড়ি!
এই যে অবৈধ আয়ে
বেপরোয়া অবৈধ সন্তান!
আচ্ছা! এসবে কি সুখ আছে?
শান্তি আছে?
আছে কি কোন স্বস্তির শ্বাস?
নাকি আছে অন্তিমকালে,
একাকীত্বতা নিঃসঙ্গতা!
আর পরকালে অনন্ত নরকবাস!
This is a premium post.
Add to cart :
15 ৳