পোস্টস

কবিতা

তুমি রাগ করো না (প্রিমিয়াম)

১৩ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

রাগ করো না!

লিংকন

কোন এক পড়ন্ত বিকেলে,
যদি বলি -
চলো কোথাও বেড়িয়ে আসি!
নদীর পাড় কিংবা বিলের ধারে,
শীতল জলে পা ডুবাতে !
তুমি রাগ করো না।

ধরো! ভর দুপুরে বর্ষার ঘনঘটা,
তোমায় যদি বলি-
চলো ঝুম বৃষ্টিজলে নাইবো আজ
তুমি রাগ করো না।

কখনও যদি বলি -
তোমার হাত ধরে ঐ
নীল আকাশটাকে ছুঁবো আমি,
তুমি রাগ করো না!

কখনও যদি বলি -
বাড়ির পাশের বিলটাতে চলো,
পদ্মফুল তুলতে যাই কিংবা
যদি বলি -
চলো নৌকা করে চাঁদনিরাতে
মাঝ দরিয়ায়
জ্যোৎস্না আলোয় স্নান করি!
তুমি রাগ করো না।

কখনও যদি বলি -
সারারাত কাটিয়ে দিবো আজ
তোমার কোলে মাথা রেখে,
তোমারই গল্প শুনতে শুনতে!
তুমি রাগ করো না!

যদিও অস্বস্তিতে পরো তুমি,
তবুও যদি কখনও সখনও
সোনা বলে ডাকি!
তুমি কিন্তু রাগ করো না!

অনন্ত নীল আকাশে তোমায় নিয়ে
স্বপ্নের নীল ঘুড়ি উড়াবো আমি!
হাতদুটো ধরে থেকো,
শুধু পাশাপাশি!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।