শীতের সকালে কুয়াশা ভেদ করা,
রক্তিম লাল সুর্যের মতো,
আমার জীবনে অপ্রত্যাশিত,
সুখপাখি হয়ে এসেছিলে তুমি।
আঁধার রাতের ভরা পুর্ণিমার মতো,
আলোকিত জীবন আমার,
শুধু তুমি এসেছিলে বলে।
স্বপ্নগুলো আমার গোলাপের
পাপড়ির মতো প্রস্ফুটিত হয়েছিল,
সুবাস ছড়িয়ে পরেছিল আকাশে বাতাসে,
শুধু তুমি এসেছিলে বলে।
কতো কবিতা কতো গান,
লিখেছি আমি তোমায় নিয়ে।
নিজের অজান্তে কখন যে,
মনের পুরোটাই তোমার নামে,
লিখেদিয়েছি বুঝতেই পারিনি।
সেই তুমি আজ নেই,
কোথায় যে হারিয়ে গেলে,
সাথে নিয়ে গেলে আমার,
অস্তিত্বের সবটুকু ।
আজ আমি নিঃম্ব রিক্ত ভাষাহীন ।।
""""""''' লিংকন ।।