শ্যমল বরন কন্যা তুমি,
সাগর পাড়ে থাকো
শামুক ঝিনুক দিয়ে তুমি,
রুপের রানী সাঁজো।
দীঘল কালো কেশ তোমার,
হাওয়ায় দোল খায়,
দু'একটি কোমল গালে,
আদর দিয়ে যায়।
গভীর কালো চোখে তোমার,
এতোই আছে মায়া ,
যতোই দেখি তবুও,
তৃষা মেঠে না।
অস্ত যাওয়া সুর্যটা
রক্তজবা হয়ে,
ললাট তোমার পুর্ন করে
টিপের মতো করে।
সাগরের চেয়েও গভীর
তোমার মনখানি,
ভালবাসায় পুর্ণ থাকে,
সেটাও মোরা জানি।
রুপোর বিছা পড়া
তোমার কোমড়খানিতে,
হাটলে যেন ঢেউ উঠে,
রিনিঝিনি করে।
চরন তোমার আলতা রাঙ্গা,
নুপুর আছে তায়,
ঢেউ তোমায় ছুঁবে বলে,
আঁছড়ে পড়ে গায়।
এমন সুন্দর রুপের কন্যা,
সাগর পাড়ে থাকো,
এতদুরে থেকেও তুমি
মনটা আমার কারো।
87
View