আমার ভাবনাগুলো - ২
আমি মনে করি, কোন পুরুষ মানুষের শিক্ষকতা (বেসরকারি) পেশায় আসা উচিৎ নয়।
কেননা মাত্র ১২- ১৬ হাজার টাকায় কিংবা ২২ -২৩ হাজার টাকায় আর যাই হোক পেট চলে না, চলে না পরিবার। সন্তানের পড়ালেখা!
এটাই বাস্তবতা।
তাই আমার পরামর্শ - মেয়েরা যদি পারে শিক্ষকতা করুক।
আর ছেলেরা ইগো ত্যাগ করে -
১) হয় অটো রিক্সা চালাক
২) জমি থাকলে কৃষি কাজে সময় দিক
৩) টাকা থাকলে ছোট হলেও ব্যবসা করুক
৪) এনজিও কিংবা ওষুধ কোম্পানিতে চলে যাক
৫) বিশ্বস্ত কয়েকজন মিলে যে কোন ব্যবসায় উদ্যোক্তা হোক
৬) বর্তমানে ফ্রী ল্যান্সিং খুব জনপ্রিয়তা পেয়েছে, সময় নষ্ট না করে সেসব শিখুন!
আরও যদি কোন অপশন থাকে সেগুলো করুক।
তাতে কিছুটা হলেও পরিবারের জন্য কিছু করতে পারবে।
নতুবা-
১) সন্তানকে ভালো পরিবেশ দিতে পারবে না!
২) নিজের, স্ত্রী সন্তান, বাবামায়ের চিকিৎসাটাও সঠিকভাবে করতে পারবে না!
৩) ইদে হতাশায় ভুগবে!
৪) ঋনের বোঝা বাড়বে!
৫) শারীরিক নানা সমস্যা দেখা দিবে
৬) অভাবের কারনে মানুষ মুখে সালাম দিলেও সঠিক মূল্যায়ণ করবে না!
আরও অনেক কিছুই আছে।
এখন সিদ্ধান্ত তার! সে কি বেছে নিবে?
-- " শিক্ষকতা নাকি অন্য পেশা "