--- বলছিলাম আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু তা বেশিরভাগই সাধ্যের বাইরে। আমরা নিজ অবস্থান উপলব্ধি না করেই স্বপ্ন দেখা শুরু করি।
আমরা যারা স্বল্প বেতনে চাকুরি করি, বিশেষ করে যারা বেসরকারি স্কুল কলেজ কিংবা সরকারি প্রাইমারি বিদ্যালয়ে আছি -
তাদের স্বপ্ন একটা সুন্দর বাড়ি হবে, হবে তা রুচি ও মান সম্মত!
অথচ সাধ্যের মধ্যে নেই। চারদিকে চাকচিক্যময় মানুষগুলোর দিকে তাকিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি!
আরও ভুল করি সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কিংবা নামে মাত্র শুভাকঙ্খীদের উচ্চাভিলাসী পরামর্শ শুনে, নিজের সামর্থের কথা বিবেচনা না করেই ।
ব্যাংক থেকে লোন নিয়ে তিন/ চারতলা ভিত্তি দিয়ে অধিকাংশ টাকা মাটির নীচে রেখে ছাদ করতেই হিমশিম খাই, কেউ গাঁথুনি শেষ করতে পা