ওষুধের দামেও চড়া!
পড়ালেখা আজ যাচ্ছে ডুবে
জাতি আজ দিশেহারা!
কোটি কোটি টাকা পাচার হয়
হয় যে বেগমপাড়া!
মোদের রক্ত চুষে খাচ্ছে ওরা
মোরাই আজ সর্বহারা!
প্রশ্নপত্র হচ্ছে ফাঁস,
দুর্নীতিও হচ্ছে বেশ!
চারদিকে আজ নীরব দুর্ভীক্ষ
কাটছে ঘোরের রেশ!
তবুও মোরা চুপ থাকি
চলি শামুকের বেশে
This is a premium post.