পোস্টস

কবিতা

রেপিস্ট (প্রিমিয়াম)

১৪ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

সব পুরুষ রেপিস্ট নয়!

লিংকন
১৪/০৭/২০২৪

সব পুরুষ রেপিস্ট নয়!
নয় কামুকতায় পূর্ণ এক ভয়ংকর পশু!
সে হয় বাবা -
কলিজা ছেঁড়া সন্তানের বাবা!
সে হয় ভাই-
আদরের মাখানো বোনের ভাই!
সে হয় সন্তান -
স্নেহ মমতায় জড়ানো বাবা-মায়ের সন্তান।
সে হয় প্রেমিক -
ভালোবাসার অনন্ত শিখা জ্বালিয়ে রাখে বিক্ষুব্ধ সাগরে বাতিঘরের মতো!

সব পুরুষ রেপিস্ট নয়!
এদের মাঝেও আছে স্নেহ মমতা ভালোবাসা!
এরাও চেনা অচেনা নারীকে আগলে রাখতে জানে!
জানে জীবনবাজী রেখে নিরাপত্তা দিতে!

সমাজে কিছু রেপিস্ট আছে!
আছে ভয়ঙ্কর কিছু মানুষরূপি পশু!
এরা ছিঁড়ে খেতে চায় নারীর শরীর!
ছিন্নভিন্ন করতে চায় নারীর মাতৃত্ব!

তবে সব পুরুষ রেপিস্ট নয়!
কিছু পুরুষ মানুষও হয়!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।