Posts

কবিতা

অসুস্থ্য আত্মা (Premium)

July 15, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

অসুস্থ আত্মা!

লিংকন
১৫/০৭/২০২৩

রক্তের সম্পর্ক থেকে যখন,
আত্মার বন্ধনগুলো দূর্বল হয়,
তখন সম্পর্কটা শুধু মাত্র
দায়িত্বের হয়ে যায়!

সেখানে থাকে না - দৃঢ় কোন টান!
নিষ্প্রভ তারার মতো যতটুকু থাকে,
তা শুধু মাঝেমাঝে চিনচিন করে উঠে
বুকের ভিতর থেকে,
ফুসফুস ভেদ করে বেড়িয়ে আসতে চায়
সমস্ত বাঁধা অতিক্রম করে!
কিন্তু সময়ের স্রোতে তা-
আবার সেখানেই হারিয়ে যায়!

এই যে আত্মিকবিহীন রক্তের বন্ধন!
সেখানে না থাকে কোন আকর্ষণ!
না থাকে কোন বর্ণ গন্ধ!

তা সুবাস ছড়ায় না,
ছড়ায় কদর্যরূপ অহমিকা,
অবিশ্বাস আর বিষ বাষ্প!

ঘরে ঘরে এমন মরন ব্যাধির মতো
ছড়িয়ে পরেছে
এমনই আত্মিকবিহীন রক্তের সম্পর্ক!

সেখানে সূখের পরিবর্তে এখন
অসুখের বসবাস!
শান্তির পরিবর্তে চলছে অশান্তির চাষ!

অসুস্থ আত্মা ভর করেছে আজ
অসুস্থ রক্ত মাংসের শরীরে!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login