পোস্টস

কবিতা

অসুস্থ্য আত্মা (প্রিমিয়াম)

১৫ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

অসুস্থ আত্মা!

লিংকন
১৫/০৭/২০২৩

রক্তের সম্পর্ক থেকে যখন,
আত্মার বন্ধনগুলো দূর্বল হয়,
তখন সম্পর্কটা শুধু মাত্র
দায়িত্বের হয়ে যায়!

সেখানে থাকে না - দৃঢ় কোন টান!
নিষ্প্রভ তারার মতো যতটুকু থাকে,
তা শুধু মাঝেমাঝে চিনচিন করে উঠে
বুকের ভিতর থেকে,
ফুসফুস ভেদ করে বেড়িয়ে আসতে চায়
সমস্ত বাঁধা অতিক্রম করে!
কিন্তু সময়ের স্রোতে তা-
আবার সেখানেই হারিয়ে যায়!

এই যে আত্মিকবিহীন রক্তের বন্ধন!
সেখানে না থাকে কোন আকর্ষণ!
না থাকে কোন বর্ণ গন্ধ!

তা সুবাস ছড়ায় না,
ছড়ায় কদর্যরূপ অহমিকা,
অবিশ্বাস আর বিষ বাষ্প!

ঘরে ঘরে এমন মরন ব্যাধির মতো
ছড়িয়ে পরেছে
এমনই আত্মিকবিহীন রক্তের সম্পর্ক!

সেখানে সূখের পরিবর্তে এখন
অসুখের বসবাস!
শান্তির পরিবর্তে চলছে অশান্তির চাষ!

অসুস্থ আত্মা ভর করেছে আজ
অসুস্থ রক্ত মাংসের শরীরে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।