পোস্টস

গল্প

যান্ত্রিকতা (প্রিমিয়াম)

১৫ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন


মনে পড়ে কি তোমার?
কতোদিন তুমি আমি,
সুর্যের প্রখর আলোয়,
রিক্সার হুট তুলে দিয়ে,
এখানে সেখানে কতো বেড়িয়েছি,
পারি দিয়েছি এগলি সেগলি ।
কি মজা ছিল তখন,
ঘন্টা ধরে রিক্সাভাড়া।
মনে পড়ে তোমার,
পহেলা ফাল্গুন উৎযাপন করবো বলে,
তুমি আমি তপু লিনা,
মোরা সবাই গিয়েছিলাম,
সেই নাছনিয়ার বিলে।
অবশ্য তোমার সঙ্গে তখন,
আমার সম্পর্কই গড়ে উঠেনি।
তবুও চেয়ে থাকতাম তোমার পানে মুগ্ধ মনে।
কি সুন্দর কতো মায়াবী তুমি।
মনে পড়ে তোমার,
বৈশাখীমেলা, সিধুমেলা কতো মেলাই না ঘুরেছি।
যখন তুমি রাগ করে,
মেসে চলে যেতে,
আমিও যেতাম তোমার পিছুপিছু।
হারিয়ে যদি যাও,
এই ভয়ে।
ভালবাসার অতৃপ্ত কামনায়,
তুমি রাগ করে থাকতে পারতে না।
খুঁজতে যেতে আমার হলে।
আর আমি চুপটি করে,
পালিয়ে যেতাম বনের পাশে।
কতো কথাই না মনে পড়ে আজ।
বিয়ের পরেও অনেক ঘুড়েছি।
রিক্সায় করে, ক্যানেলের ধারে,
প্রতিদিন সময় পেলে।
অথচ দেখ আজ,
কর্মব্যস্ততা আর যান্ত্রিকতায় পড়ে,
হারিয়ে গেছে,
আমাদের সকল সুখশান্তি।
ইচ্ছে করলেও আর,
বেড়াতে পারিনা।
অতীত স্মৃতি শুধু,
হাতছানি দিয়ে ডাকে।
বড় কষ্ট বড় যন্ত্রনা এসব ভেবে।
যান্ত্রিকতার জীবন তো চাইনি।
চেয়েছিলাম শুধু ছোট্ট একটা,
সুখের ঘর,
যেখানে থাকবেনা যান্ত্রিকতা ব্যস্ততা,
থাকবে শুধুই ভালবাসা। ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।