Posts

গল্প

মূর্খ জমিদার এর ডক্টরেট ডিগ্রী

July 15, 2024

সুমন আলী শান্ত

Original Author ফরাসি কথা

Translated by সুমন আলী শান্ত

77
View

এক মূর্খ জমিদার প্যারিস থেকে অল্পদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছেন।নিজের ঘোড়ার পিঠে চড়ে গ্রামে বেড়াতে বের হয়েছেন। রাস্তার ধারে একটা নতুন বাড়ি দেখে তিনি থমকে দাড়ালেন। সেখানে অনেক ছেলে মেয়ের ভিড় দেখে তাঁরও কৌতূহল হলো।একজন ছেলেকে ডেকে তিনি রাজকীয় গাম্ভীর্যে জিজ্ঞেস করলেন-'এখানে কি হচ্ছে?’ ছেলেটি বলল-এটা বিশ্ববিদ্যালয় । এক হাজার ফ্রা জমা দিলে পিএইচডি ডিগ্রি পাওয়া যাই।যারা হাতে বা বুড়ো আঙুলে কোনোমতে টিপছাপ দিতে পারে তারা এক হাজার ফ্রা জমা দিলেই ডিগ্রি পেয়ে যায়। জমিদার তো বেজায় খুশি হয়ে ভেতরে দিয়ে কড়কড়ে এক হাজার ফ্রা দিয়ে ভিসির কাছ থেকে একটা ডিগ্রি নিয়ে এলেন। ফেরার পথে হঠাৎ তার মনে হলো হায়, আমি কি বোকা আমার ঘোড়ার জন্যও তো একটা ডিগ্রি আনতে পারতাম।যেই ভাবা সেই কাজ, ফিরে গিয়ে ভিসিকে বললেন, 'এই নিন- আরও এক হাজার ফ্রা। আমার ঘোড়া অন্তত পায়ে চিপছাপ দিতে পারবে। সুতরাং তাকেও একটা ডিগ্রি দিন'। অতপর ভি তার মুখের দিকে ফ্যালফ্যাল করে বলল , স্যরি, আমরা শুধু গাধাদের ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকি, ঘোড়াদের নই।

Comments

    Please login to post comment. Login