পোস্টস

গল্প

অতৃপ্ত ভালোবাসা (প্রিমিয়াম)

১৬ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ছোটগল্প -- অতৃপ্ত ভালোবাসা
"""""""""""""""""""""""""
দেখতে দেখতে বয়স অনেক হয়ে গেল। কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি। এইতো সেদিন, তুমি আষ্টম শ্রেণীতে আর আমি নবমে। প্রতিদিনের মত বিকেলবেলা খেলতে গিয়ে তোমায় দেখা। ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা এক পরীকন্যা। শেষ বিকেলের মেয়ে হয়ে এই বিবর্ণ পৃথিবীতে আগমন। চোখ ফেরাতে পারিনি। হয়তো তখনি প্রেমে পরে গেছি । না হলে হৃৎস্পন্দন এত বেড়ে গেল কেন? সে যাক, যে মাঠে খেলতে যেতাম, সেখানেই এক বাসায় উঠেছ তোমরা। পুরো বিকেলটা, যখনি খেলতে যেতাম, অবুঝমন জানালায় শুধু তোমায় খুঁজতো। শরতের মেঘের মতো হয়তো কখনও দেখা হতো কখনও বা তাও না। এমনিভাবে কল্পনায় দিন কাটছিল আমার। তুমি বুঝতে কি না জানতাম না। ভালবাসি কথাটা বলার সাহস হতো না। বলতে পার তোমায় দেখে হাটু কাঁপতো আমার, কেন জানি হৃৎস্পন্দন টাও বেড়ে যেত। হয়তো সত্যিই সত্যি ভালবাসি বলে। শৈত্য প্রবাহের শীতের দিনে যেমন একফালি সুর্যের অপ্রত্যাশিত আলো শরীর উষ্ণ করে, ঠিক তেমনি আমার বিদ্যালয়েই ভর্তি হলে তুমি। কি যে হল তুমি আমার নেশায় পরিনত হলে। কোন কিছুই ভাল লাগতো না, না পড়া না খেলা, শুধুই কল্পনার জগতে তোমায় নিয়ে হারিয়ে যাওয়া, কথা বলা কতো কি! ভীতু ছেলেটা কেমন করে

এটি একটি প্রিমিয়াম পোস্ট।