ছোটগল্প ---নিঃসঙ্গতা
"""""''""""""""""""""""""""""""""
বয়স কতো হবে তখন। হাটিহাটি পা পা করে কেবল বিদ্যালয়ে যাওয়া শিখেছি। এ বয়সেই আমার মতো সন্তানরা চায় বাবা মায়ের আদর, স্নেহ, শাসন ভালোবাসা। যতোটুকু মনে হয় এ সময়ই বাবা মা ভাই বোন, চাচা চাচি, ফুপুদের সঙে রক্তের সম্পর্কের সাথে , আত্মার সম্পর্ক গড়ে উঠে, মজবুত হয় ভালোবাসার বন্ধন। বন্ধুদের সঙ্গে লুকোচুরি, চোর পুলিশ খেলা , কাগজের নৌকা বানিয়ে বর্ষায় জমে যাওয়া পানিতে ভাসানো, ঘুড়ি উড়ানো, লাল নীল ফড়িংয়ের পিছনে সারাদিন ছুটে চলা আরও কত কি। যার ফলে সামাজিক বন্ধনগুলো সুদৃঢ় হয়। কিন্তু আমার বেলায় তা হয়নি। ভাগ্যের নির্মমতা, নাকি অন্যকিছু শেষ বেলায় এসেও বুঝতে পারিনি। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে সন্তান। তাই আমায় নিয়ে , আমার ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ ছিল না। যখন আমি মুক্ত, স্বাধীনভাবে সবার ভালোবাসা আদর স্নেহে বেড়ে উঠবো, ঠিক সেই সময়ই পড়ালেখার জন্য সবার কাছ থেকে আলাদা করে রেখে আসা হলো আবাসিক এক বিদ্যালয়ে । যেতে চাই নি, কতো যে কেঁদেছিলাম, বাবা মা বুঝতে চায়নি। ঐ যে মধ্যবিত্ত পরিবার। সন্তানের কল্যান এসব ভেবে তারাও হয়তো বুকে পাথর চেপে ধরেছিল। হয়তো আমিও বুঝতে পারি নি। এখানে এ