কানা দূরবীন
"""""""""""""""""""""""
লিংকন
হারিয়েছো হৃদয় তোমার
হারিয়েছো মন,
শেষ বেলার গোধুলি লগ্নে,
করেছো আমায় দান।
দখিনা বাতাসে দখিনা ঘরে
সেদিন সন্ধ্যেবেলা,
তোমার আমার চার চক্ষুতে
হয়েছে মিলনমেলা।
রক্তিম ঠোঁটে তোমার
ছিল যতো সুধা,
প্রেমের আলিঙ্গনে আমায়
দিয়েছো তুমি তা।
শুষ্ক জীবন আমার
শুষ্ক ছিলো মন,
সজীব সতেজ হলো
ফিরে পেলো প্রান।
আমিও দিয়েছি তোমায়
ছিলো যতো আমার,
দেহখানি ছাড়া আজ
কিছুই নেই আর।
তবুও কেনো তুমি
বিষন্নতায় ভোগ?
ডোবা জলে ঘাসফুলে
ভালোবাসা খুঁজো?
কেন তুমি বৃষ্টিজলে
একাকীত্ব মনে,
চাপা কান্নার আওয়াজ শুনো,
মাটির ভিতর থেকে?
তবে কি প্রিয়তমা সন্দেহ
তোমার আছে,
ভালোবাসায় খাত আমার
খুঁজো মনে মনে?
দিব্বি দিয়ে বলছি তোমায়
অনেক ভালোবাসি,
রোজ প্রভাতে এখনও আমি
তোমার কপাল চুমি।
কানা দূরবীনের একদিক দিয়ে
দূর দেখেছো তুমি,
উল্টো করে দেখো না এবার
কতো কাছে আমি।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।