সাধ ছিলো!
লিংকন
১৬/০৭/২০১৮
বড় সাধ ছিলো আমার,
কোন একদিন দুপুরবেলা,
ক্ষুধার্ত দেহে অপ্রত্যাশিতভাবে
আসবো তোমার বাসায়।
কলিংবেলে আওয়াজ তুলবো,
টিং টিং টংটং টিং।
ভিতর থেকে বলবে - কে?
বলবো - "দরজা খুলে দেখো "
এগলি সেগলি খুঁজে খুঁজে
তোমার সামনে আমি"।
বিস্ফারিত চোখে তাকিয়ে বলবে,
" তুমি! বাসা খুঁজে পেয়েছো তবে,
ভিতরে এসো "
অপ্রস্তুতের মতো,
পা বাড়িয়ে দিবো ।
আমার ক্লান্ত, ক্ষুধার্ত,
চোখ মুখ দেখে,
বুঝে নিবে,
ক্ষিধে পেয়েছে আমার।
বলবে " এতদিন কোথায় ছিলে শুনি?
খুঁজেছি তোমায়,
বলবে - যাও ফ্রেশ হয়ে এসো,
তোয়ালেটা বাড়িয়ে দিবে ।
ডাইনিং টেবিলে বসে আমি,
বেড়ে দিবে ভাত তরকারি,
তোমার হাতের রান্নার স্বাদে
গোগ্রাসে খেয়ে নিবো,
তৃপ্তির ঢেকুর তুলে বলবো,
" বেশ রাঁধুনী হয়ে গেছো "।
তাকিয়ে থাকবে আমার চোখে,
মনে মনে হয়তো ভাববে,
আহা বেচারা,
কতদিন খায়নি বোধ হয়।
কিন্তু সে স্বপ্ন আমার,
অধরাই থেকে গেলো,
তুমিও ডাকলে না,
আমার আসাও আর হলো না।
This is a premium post.