পোস্টস

কবিতা

কৃষ্ণকলি (প্রিমিয়াম)

১৬ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

কৃষ্ণকলি
"""""""'""""""""""""
লিংকন

ও বিদেশিনী কৃষ্ণকলি,
দিবে তোমার ঝুমকো
কানের দুল।
বুক পকেটে রাখবো আমার,
তোমায় দিবো বকুল ফুল।

মায়ায় পড়ে গেছি আমি
তোমার কাজলকালো চোখে,
ইচ্ছে করে সারাজীবন
বেঁধে রাখি বুকে।

তোমার গোলাপরাঙ্গা
ঠোঁটের হাসিতে
ঝর্না যেন নাচে,
রাত্রিবেলা জ্যোৎস্না আসে
আঁধার ভূবন জুড়ে।
দিবে কি আমায় তা
একটু ভালোবেসে !

উদাস করা মন যে আমার
ঠাঁই যে কোথাও নেই,
তোমার ঘনকাল কোঁকড়া চুলে
হারিয়ে ফেলি খেই।
ভালোবেসে দিতে যদি
একটুখানি আশা,
তোমায় নিয়ে বাঁধতাম আমি
ছোট্ট সুখের বাসা।
১৬/০৭/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।