Posts

কবিতা

বিদায়

July 16, 2024

মোঃ সাইফুল ইসলাম

81
View

বিদায় মানে কষ্ট,

যন্ত্রণার পাহাড় বুকে চাপা দেওয়া।


বিদায় মানে বিষাদসিন্ধু,

চলে যাওয়ার লগ্নে যে কষ্ট পাওয়া।


বিদায় মানে সেই ভালোবাসা,

যে ভালোবাসায় বন্ধী ছিল কিছু বেলা।


বিদায় মানে বুকে ব্যথা,

যে ব্যথা বুঝানোর নেই কারো ক্ষমতা।


বিদায় মানে চলে যাওয়ার ক্ষণে মুখ মলিন করে রাখা,
বিদায় মানে সেই ক্ষণিকের জন্যে মনের উপস্থিতি জানা।


বিদায় মানে দেহ থেকে দীর্ঘশ্বাসের এক নিঃশ্বাস,
বিদায় মানে ক্ষণিকের বিদায় যা করা যায় না বিশ্বাস।


বিদায় মানে পুরানো স্মৃতিকে জাগ্রত করে তোলা,
বিদায় মানে যাওয়ার পথে সেই স্মৃতিকে মনে করে অবচেতনভাবে কাঁদা।

Comments

    Please login to post comment. Login