Posts

কবিতা

যেই লাউ সেই কদু

July 16, 2024

নাসির ফরহাদ

ঘামে ভিজে গা, ঝিঝি ধরে পা,

বসে থেকে জ্যামে।

নেই কোন মজা; পোহাচ্ছি সাজা,

ঘোরতর অপরাধে পরে আছি জেলে।

কোথায় গন্তব্য যাচ্ছি সব ভুলে

দীর্ঘশ্বাস ফেলি আকাশেতে মুখ তুলে।

কেউ বলে চিৎকারে কেউ বলে কেশে কেশে,

এই দেশে জন্মেছি কি জানি কার পাপে।

সোনার বাংলায় আজ জীবনটা তামাতামা,

জ্যামজট থেকে বিধি করবে যে কবে ক্ষমা।

পায়ে হেঁটে চলব তাতেও তো মন নেই,

সোনার ছেলের কাছে জীবনের দাম নেই।

না দিলে এক কথায় মানিব্যাগ মোবাইলটা।

এক টিপে খাচা ছেড়ে উড়ে যাবে পরাণটা।

মাইকেল পড়লে কভু ঢাকার এই জ্যামে,

ভিনদেশে গিয়ে কি পড়তো দেশের প্রেমে।

রুট হয় ব্রিজ হয় চোরদের বাড়ে আয়,

আমজনতা তবু ফরমালিন আম খায়।

দেখে যাও কবি গুরু, নজরুল, শরৎ বাবু,

ডিজিটাল উন্নয়ন যেই লাউ সেই কদু।

Comments

    Please login to post comment. Login