Posts

পোস্ট

আপনার সন্তানকে যদি যথেষ্ট বিকশিত মানুষ করে তুলতে চান (Premium)

July 16, 2024

সুমেরু রে

সন্তান যথেষ্ট বিকশিত মানুষ হয়ে না ওঠার জন্য সাধারণত সন্তানকেই দায়ী করা হয়ে থাকে। কিন্তু তার জন্য অনেকাংশেই দায়ী হলো সন্তানের পিতা-মাতা। পিতা-মাতা নিজেরাই যদি যথেষ্ট বিকশিত মানুষ না হয়, সন্তানকে কিভাবে যথেষ্ট বিকশিত মানুষ করে তুলতে হয় সেই পদ্ধতি যদি তারা না জানে, এবং না মেনে চলে, তাহলে কি করে ভালো সন্তান আশা করা যায়!?



বিনা চেষ্টাতেই যথেষ্ট বিকশিত ব্যতিক্রমী শিশুদের কথা ভেবে অলস বসে থাকা উচিত নয়। আর পিতা-মাতার অনুগত সন্তান মানেই যে সেই সন্তান যথেষ্ট বিকশিত মানুষ, এই ধারণাও ঠিক নয়। যথেষ্ট বিকশিত ও সুস্থ সন্তান লাভের জন্য তথাকথিত ধর্ম বা রিলিজিয়নের নির্দেশ মেনে কোনো লাভ হবে না। যথেষ্ট বিকশিত ও সুস্থ শিশু তৈরি করতে 'মহামনন' নামে মানুষ তৈরির শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তোমাকে।



০) সন্তান গ্রহণের আগে থেকেই সন্তান গ্রহণ উচিত-অনুচিত হবে কিনা, নিজেদের আর্থিক অবস্থা, পরিবেশ পরিস্থিতি, নিজেদের মধ্যে বংশগত এবং সন্তানের মধ্যে সংক্রমণ যোগ্য রোগ ব্যাধি (যেমন, গনোরিয়া সিফিলিস ইত্যাদি) সম্পর্কে চিন্তা-ভাবনা করে কর্তব্য নির্ধারণ করতে হবে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login