৯৫৬) আজ রাতে!
লিংকন
০১/০৪/২০১৮
গভীর রাতের নিস্তব্ধতা চারদিক,
ক্ষয়ে যাওয়া চাঁদের আলোয়
আলোকিত বসুন্ধরা ।
তারায় তারায় সুসজ্জিত আকাশ,
যেনো রাজকন্যার বিয়ে আজ।
লক্ষীপেঁচা শিকার ধরবে বলে,
সদ্য পাতা গজানো নিমগাছটার
মগডালে বসে আছে স্থির হয়ে।
নিঃসঙ্গ এবড়োথেবড়ো রাস্তায়
মানুষজন কিংবা যানবাহন
নেই বললেই চলে, তবুও
দু'একটা রিক্সার টুংটাং আওয়াজ
রাতের নিরবতা ভেঙ্গে কানে আসছে।
আর ল্যাম্পপোস্ট মাথায় লাগানো
সোডিয়াম লাইট অলসভঙ্গিতে
আলো দিয়ে যাচ্ছে একাএকা।
তবে কিছু ব্যাঙ পোকা খাওয়ার নেশায়
ল্যাম্পপোস্টের নীচে ওৎ পেতে আছে,
পোকাগুলো ঘুরছে তাদেরই মাথার উপর।
এ যেনো কিশোর কিশোরীর মতো,
দাঁড়িয়াবান্ধা কিংবা বউ ছিঁ বউ ছিঁ খেলা।
হয়তো রাতের সাথে সাথে পাখিরও,
সদ্যফোটা শাবকছানাকে পালক দিয়ে
আগলে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন,
নিজের বাসায়।
আর আমি,
ক্লান্ত দু'চোখ , তবুও ঘুম নেই,
শুধু জেগে জেগে রাত্রী করছি পার।
This is a premium post.