Posts

সমালোচনা

আমার ভাবনাগুলো - ৭ (Premium)

July 16, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

আমার ভাবনাগুলো -৭

কিছু কিছু মানুষ আছে যারা টাকার জন্য নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দিতেও কার্পণ্য করে না।
এরা চকচকে শার্ট প্যান্ট পড়ে, এক পোশাক দুবার পড়তে চায় না, সদাসর্বদা ক্লিন সেভ থাকে। এরা এদের লাইফ স্টাইলটাকে এমন পর্যায়ে নিয়ে যায়, দেখে মনে হয় আট/দশটায় কারখানার মালিক, শতশত বিঘা জমি পড়ে আছে আনাচে কানাচে। অথচ অতিত ইতিহাস দেখলে, দেখা যাবে ছাপড়া ঘরে এদের এবং এদের পুর্ব পুরুষের আবাস ছিলো!
এরা আবার নাকি নামাজ পড়ে, লোক শুনানো তাহাজ্জুদও পড়ে।
এরা অন্যের কাছ থেকে এমনভাবে টাকা আদায় করে কিংবা মানুষকে বঞ্চিত করে , যেনো মনে হয় - তার বাবার টাকা এদের কাছে আমানত রেখেছিলো।
যার কাছ থেকে এরা টাকা চামারের মতো আদায় করে, সেইসব নির্যাতিতের পানে তাকানোর সময় তাদের নেই। বুঝতে চায় না ঐসব নির্যা


১৬/০৮/২০২৪

This is a premium post.

Comments

    Please login to post comment. Login