আমি এ কেমন দেশে জন্মেছি!
কেনই বা জন্মেছি এদেশে!
এ দেশ কি সত্যিই আমার!
নাকি ভুল করে জন্মেছি এদেশে !
এটাই কি আমার স্বদেশ মাতৃভূমি!
এ দেশের জন্যই কি,
শেখ মুজিব বারবার জেল খেটেছেন!
আগরতলা ষড়যন্ত্র মামলার
প্রধান আসামী হয়েছেন!
এই দেশের জন্যই কি তবে
৭ মার্চের ভাষন এসেছিলো!
এসেছিলো মুক্তির সংগ্রাম!
এই দেশের জন্যই কি তবে
লক্ষ লক্ষ মানুষ,
বুকের তাজা লাল রক্তে রাঙিয়েছিলো
সবুজ ঘাস!
সম্ভ্রম হারিয়েছিলো মা বোন!
বিশ্বাস করি না আমি,
উঠে গেছে সে বিশ্বাস আমার!
এ দেশ আমার হতে পারে না!
যে দেশে বিচারের বানী নিভৃতিতে কাঁদে,
যে দেশে খুনির বিচারে
প্রভাবশালীর হাত থাকে!
বিচারের নামে কাটে বছরের পর বছর!
যে দেশ হয় ধর্ষকের স্বর্গরাজ্য,
একদিনের শিশু থেকে
শতবর্ষী বৃদ্ধা রেহাই পায় না,
ধর্ষকের রক্ত থাবা থেকে!
ধর্ষকের পক্ষে লড়ে উকিল ব্যারিস্টার!
জামিনে মুক্তি পেয়ে আবার মজে ধর্ষণে!
এ দেশ আমার হতে পারে না,
যে দেশে প্রত্যক্ষ দিবালোকে
মানুষ হত্যা হয় কচুকাটার মতো করে,