Posts

গল্প

ধুম্রজাল (Premium)

July 18, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
অনুগদ্য ---- ধুম্রজাল
""""""""""""""""""""''''''''!"
অনেকদিন পর যশোর যাওয়ার পথে বাল্যবন্ধু সমিরের সাথে বাসের মধ্যেই হঠাৎ দেখা। স্বাস্থ্য ভেঙে পরেছে তার, বেশ উস্কখুস্ক, আনমনা। এত অল্প বয়সেও যেন বার্ধক্য চেপে ধরেছে তাকে। চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারছিল না যেন। ওকে দেখে ভাল লাগার চেয়ে ভীষন কষ্ট হচ্ছিল, সাথে বুকের পাঁজর ভেদ করে কখন যে চাঁপা দীর্ঘশ্বাস বের হয়ে এল বুঝতেই পারলাম না। আমি যখন এলাকার স্বনামধন্য বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে পড়ি , তখন আমাদের ক্লাসেই সমির ভর্তি হয়। কি যে সুন্দর আর ফুটফুটে ছিল ছেলেটি। কিছুদিনের মধ্যেই তার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠে। ছাত্র হিসেবেও সে যথেষ্ট ভাল ছিল। যদিও ক্লাস ক্যাপ্টেন ছিলাম, আমি তবুও কিছুু কিছুু ক্ষেত্রে সে আমার চেয়েও অনেক ভাল ছিল। ক্লাসের পড়া, হোম ওয়ার্ক, পরীহ্মা সব কিছুুতেই যেন মেধার স্বাক্ষর রাখছিল। স্কুল টিচার থেকে শুরু করে সবাই তাকে নিয়ে গর্ব করতো। প্রচন্ড শান্ত প্রকৃতির ছিল সে। যখন ক্লাস ফাইভে উঠলাম, একদিন ওর বাবা আমাকে বলেছিল, তুমি বড় হয়ে কি হতে চাও, বলেছিলাম ডাক্তার হবো । কিন্তুু ভাগ্যের পরিহাস নাকি আল্লাহর অশেষ রহমত ডাঃ হতে পারিনি, তবে পাওয়া না পাওয়ার মাঝে কিছুু করে

This is a premium post.

Comments

    Please login to post comment. Login