Posts

কবিতা

গীতি কবিতা ০০০১: ভালোবাসা চাই

July 25, 2024

তারিক হোসেন

বধু, ভালোবাসা চাই।
তোমারই ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে দুজনার জীবন পূর্ণ করে যাই।।

আমি তপস্যা করি, সাধনা করি, কামনা করি সর্বদাই।
তোমাতে আমাতে ভালোবাসা দিয়ে পূর্নিমায় ভেসে বেড়াই।

ফুলে ফুলে, দোলে দোলে, গানে গানে, সুরে সুরে দুজনায় মিলে যাই।
অন্তরে অন্তরে কামনার ও সুরে আনন্দে আনন্দে দুজন দুজনায় ভেসে যাই।

বধু, ভালোবাসা চাই।
তোমারই ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে দুজনার জীবন পূর্ণ করে যাই।।

আমি চোখের ও পলকে আড়াল ও হতে কখনোই নাহি চাই।
জীবনে মরণে, সুখে দুঃখে, আনন্দ বেদনায় তোমাকেই শুুধু চাই।

দুজন দুজনায় মনেরও আঙ্গিনায় ফুলের ও সুবাসে সুরের ও মূর্ছনায় ভেসে যাই। 
ভালোবেসে বধু সুরের ও অঞ্জনায় পবিত্র বন্দনায় চির আপন হয়ে যাই।

বধু, ভালোবাসা চাই।
তোমারই ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে দুজনার জীবন পূর্ণ করে যাই।।

ভালোবাসায় দোলে প্রাণ ও খুলে কবির ও সুরে আনন্দলোকে ভেসে বেড়াই।
সেথা দুজনে মনের ও আনন্দে ভালোবাসার সুখে অবগাহন করে যাই।

দুজন দুজনার মনের ও বাসনা পূর্ণ করে যাই।

ভালোবেসে এ সংসার স্বর্গ বানাই।

বধু, ভালোবাসা চাই।
তোমারই ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে দুজনার জীবন পূর্ণ করে যাই।।

Comments

    Please login to post comment. Login