বধু কোন আশায়
বধু কোন আশায়, কিসের নেশায় এমন তুমি হও?
আমার ঘরের মোমবাতি অন্য ঘরে জ্বালো?
আমার ঘরের আলো তুমি অন্য আলয় ঢালো?
আমার বুকে সেল বিদিয়া অন্য ঘরে যাও?
বধু কাহার কথায়
বধু কাহার কথায়, কিসের নেশায় এমন তুমি কর?
আমার ঘরের বাঁধন তুমি একটু একটু কাটো?
আমায় তুমি অন্ধে রেখে এমন কেন করো?
আমায় তুমি পর করে আপন কারে কর?
বধু কোন আলোয়
বধু কোন আলোয়, কিসের নেশায় এমন তুমি বলো?
আমার চেয়ে আপন তুমি অন্য কাউকে ভাবো?
আমার কথা না ভেবে তার কথা ভাবো?
আমার চেয়ে ভালো তুমি কেমনে তাকে বাসো?
বধু কোন স্বপ্নে
বধু কোন স্বপ্নে, কিসের নেশায় মিথ্যে আমায় বলো?
আমার চোখে ধুলো দিয়ে অন্যের সাথে মধুর কথা বলো?
আমার হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরো?
সোনার সংসার পায়ে ঠেলে নরকে কেন যাও?
বধু কোন আশায়
বধু কোন আশায়, কিসের নেশায় এমন তুমি হও?