Posts

কবিতা

হয়তো বলবে (Premium)

July 26, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
হয়তো বলবে তোমরা !

লিংকন
২৬/০৭/২০১৮

হয়তো তোমরা বলবে আমায়,
এক রাষ্ট্রদোহী আমি,
হয়তো বা বলবে, কোন ভীনদেশী
এক দালাল আমি।
তবুও বলবো, কেননা আমার,
হৃদয়ের যে রক্তক্ষরণ,
যে যন্ত্রনা, গলাকাটা মানুষের মতো
ছটফট করছে,
তা বন্ধ করবো কেমন করে?
তাইতো আজ কষ্টগুলো, আক্ষেপগুলো,
প্রশ্ন হয়ে বেড়িয়ে আসে বারবার।

প্রতিদিন বিদ্যালয়গুলোতে গাওয়া হয়,
জাতীয় সংগীত -

" আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি "।

কিন্তু সত্যিই কি দেশকে ভালোবাসি ?

শহিদ দিবসে ফুলের বন্যা বয়ে যায়,
শহিদ মিনারে মিনারে।
দেখি স্বাধীনতা দিবস কিংবা
বিজয় দিবসে কতো আয়োজন।
দেশের গান, স্বাধীনতার গান, কত কি!

ওরাও তো গেয়েছিলো গান,
দিয়েছিলো ফুল শহিদ মিনারে,
স্মৃতিসৌধে, বঙ্গবন্ধুর মাজারে।

সবই কি দেশকে ভালোবেসে?
নাকি তা, দেশের সাথে প্রতারনা!
যদি প্রতারনাই হয়ে থাকে তবে,
বন্ধ করো জাতীয় সংগীত গাওয়া,
শহিদ মিনারে পুষ্পাঞ্জলি দেওয়া।

সেই সংগীত, সেই পুষ্পাঞ্জলি,
সেই স্বাধীনতার চেতনা,
তাদের বাঙ্গালি বানাতে পারেনি,
পারেনি মানুষ বানাতে।
শুধু বানিয়েছে কিছু দূর্নীতিবাজ অমানুষ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login