পোস্টস

কবিতা

অসীম শূণ্যতা (প্রিমিয়াম)

২৭ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

শুণ্যতা!

লিংকন
২৭/৭/২০২১

গভীর রাত,
চারদিক নিরব নিস্তব্ধ,
সেই নিস্তব্ধতার মাঝে
মাটি ফুঁড়ে বেড়িয়ে আসছে
ঝিঝিপোকার সাথী হারানো করুন সুর।

হয়তো অচেনা পথিকের আগমন!
পথের ধারের বেওয়ারিশ কুকুরের আর্তচিৎকার!
ক্ষণিক পরে আবারও নিস্তব্ধতা!

চাঁদ যেনো আজ পরিপূর্ণ রূপ নিয়েছে।
তার আলোর জোঁয়ারে মেতে উঠেছে প্রকৃতি।
তারই কিছু ছটা ছিঁটকে পরেছে
আমার পুব জানালা ভেদ করে।

আসবাবপত্রে ঘর আমার ঠাসা!
একপাশে কাঠের আলমারি,
পড়ার টেবিল,
ড্রেসিংটেবিল,
কাপড় ঝোলানো আলনা!

অথচ নিঃসঙ্গ ক্যাবিনের মতো
ঘরের এক কোনে,
শূণ্য বিছানায় নির্ঘুম আমি।
ঘুম যেনো ছুটি নিয়েছে আজ।

কথা বলি
শান্ত রাতের সাথে!
কথা বলি স্নিগ্ধ চাঁদের সাথে!
মিতালি গড়ি রূপালি আলোর সাথে!

জানো,
হঠাৎ তোমার আগমন,
না,, না,,,!
সশরীরে নয়!
পুব আকাশে নব প্রভাতের,
সূর্যাদয়ের মতো আগমন তোমার,
আমার হৃদয় পটে!

এ যেনো এক অন্য অনুভূতি!
অন্য এক প্রেম!
অন্য এক ভালোবাসা!
লিখে বোঝানোর নয়!

অথচ,
অথচ মুখ ফুটে বলা হয় না,
ভালোবাসি,
ভালোবাসি তোমায়!

মধ্য বয়স পেড়িয়েছে অনেক আগেই!
জীবন সায়াহ্নের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি!
কত পথ মাড়িয়ে এসেছি!
লিখেছি কত ভালোবাসার কথা,
প্রেমের কথা!

আজ সব যেনো ফুড়িয়ে গেছে!
হারানো বয়সের সাথে
হারিয়ে গেছে
বাকপটুতাও।

তবুও যেনো হৃদয়

এটি একটি প্রিমিয়াম পোস্ট।