ঠিকানাটা দিও
লিংকন
২৭/০৭/২০১৯
স্মৃতিগুলো আজি উঁকি দিলো,
তোমার মনে পড়ে,
অনুকাল যেনো হারিয়ে গেলাম,
কিশোর বেলার মোহে!
কতোদিন, কতো বছর পেড়িয়ে,
এসেছিনু তোমার খোঁজে,
ইট কাঠ পাথরের বাড়ি দেখি,
সাজানো রাস্তার দু'ধারে!
কোথায় সেই অশ্বথ, সেগুন,
কোথায় লিচু বাগান,
সবকিছু যেনো প্রাণহীন আজ,
যেনো হয়েছে সব বিরাণ।
অলিগলি দেখি অনেক বেড়েছে
অট্টালিকা বেড়েছে যতো,
অচেনা মানুষের ভীরে তাই,
আমি পথ হারিয়েছি ততো।
ঠিকানা ছিলো ডায়েরির পাতায়,
প্রতিচ্ছবি ছিলো মনে,
সবই আজ হারিয়ে গেছে,
বলো আসি কেমন করে!
আগের ঠিকানাটাই পাঠিয়ে দিও,
অলিগলি, বাড়ির নাম্বার সাথে,
দেখে নিও আসবো আমি
আসছে শীতের কালে।
করিডোরে তোমার বসিবো দু'জন,
চুমিবো চায়ের পাত্র,
অতিত স্মৃতি মনে করে মোরা
সুখজলে ভেঁজাবো দু'নেত্র।
পাঠিয়ে দিও ঠিকানা তোমার,
যেখানে তুমি আছো!
এটি একটি প্রিমিয়াম পোস্ট।