আসবো তোমার কাছে
"""""""'""""""""""""""""""""""""""""""
লিংকন
প্রিয়তমা অনুযোগ
করেছো তুমি!
অস্বীকার করি না তা,
জানো, আমি কেন অভিমানী ?
সময়ের লাগি চেয়েছি তোমায়
চেয়েছি সঙ্গখানি,
ভালোবাসার চেয়েছি ছোঁয়া,
দাও নি একটুখানি।
শৈশবে আমি মুগ্ধ ছিলাম
তোমার পানে চেয়ে,
কৈশরে এসে পরেছি আমি,
তোমরা প্রেমের মাঝে।
যুবক বয়সে চাইলাম তোমায়
হারিয়ে গেলে শেষে।
তাইতো আমি চলেই এলাম
দুর পরবাসে।
এখন কেন ডাকছো আমায়,
ডাকছো তোমার কাছে,
মান অভিমানের ডালা সেজে
আনছো আমার কাছে।
জানো প্রিয়া তোমায় আমি
আগের মতোই বাসি,
তুমি কি বাসো আমায়
যেমন ভালোবাসি?
যদি তুমি বাসো আমায়
আমার মতো করো,
কথা দিলাম আসবো আমি
আসবো তোমার কাছে।
This is a premium post.