পোস্টস

কবিতা

স্বপ্নে দেখি (প্রিমিয়াম)

২৭ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

স্বপ্নে দেখি
""""""""""""""""""""
লিংকন

ঘুমের মাঝে স্বপ্ন দেখি
আছো বুকের মাঝে,
সারারাত তোর ঠোঁটের বিষ
নিচ্ছি যেন তুলে।

তোর ঠোঁটের বিষে
নীলচে আমি,
নীলচে আমার মন,
ভালোবাসার ছোঁয়ায় আজ
ফিরে পেলাম প্রান।

উড়ছি যেন হাওয়ায় আমি
নীল আকাশের কোলে,
পাখিরা সব উড়ছে দেখো
আমায় কাছে পেয়ে।

নদীর কূলে দাঁড়িয়ে আছি
তোমার হাতটি ধরে,
মাঝির ভাটিয়ালী গানের সুরে
হৃদয় মোদের নাচে।

তোর চাঁদপানা মুখের হাসি
দেখছি নয়ন জুড়ে,
কাজল তোর চোখের মাঝে
হারিয়ে গেছি শেষে।

স্বপ্ন ভেঙে দেখি আমি
নেইতো তুমি কাছে,
ভালোবাসার আবেশ আমার
সবই কি ছিলো মিছে।
২৭/০৭/১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।