Posts

কবিতা

মাংস পোড়ার দিনে

July 27, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

78
View

লালচে ঘোড়ার লোমে ঘাস শুয়ে আছে, আস্ত কমলা সূর্য নেপিয়ার ডগা ছুঁতে ট্রাক্টর মেশিন বেজে ওঠে, তারছেঁড়া রেডিওর নোটেশনে- বিকালের টেম্পারেচারে সেদ্ধ শরীর দেখে চাষার নূতন কাপড় সুতায় ছউ নাচে; নারিকেল বনে অষ্টপাস বাতাস সাঁতরায়, গেরস্থের বামন নিরবতা গ্রহের মতো জ্বরে পাঁক খায়- বাগানের ছোট্ট পাখিটির মতো রাতে নিরিবিলি জলপাই ঝরে, জোৎস্নায় ডুব দিয়ে লাললাল ঘোড়া চড়ে; ঢিবির নির্জনতার ‘পরে- অসুস্থ চাঁদ ইরিক্ষেতে হাঁটুজলে মাছ মুখে জলডোরা সাপ চুপ হয়ে আছে, মৃত্যুর অরগ্যান বাজে চারপাশে; করাতকলের মিউজিকে দল বেঁধে জেব্রারা নেমে আসে, ডিজেল ইঞ্জিনের মাঠে মসলিন ভায়রো’ সুর বাতাসে, নাড়ার আগুনে ঝলসানো জেব্রার মাংস কারা খায়ঃ কার্তিকের এই নবান্ন মাঠের তারায়?

Comments

    Please login to post comment. Login