Posts

কবিতা

সিলিং এর কাছাকাছি

July 27, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

76
View

সিলিং এ দড়ি টাঙানের সময় মনে হইতেছিলোঃ-
একটু পর অপেক্ষায় থাকবো সিলিং আর শরীরের মাঝখানে,
যেইভাবে স্যাটিসফেকশন অজানা থাকে অর্গ্যাজম ও স্খলনের মধ্যে,
যেইভাবে প্রেম লটকে থাকে বিবাদ ও ফ্যান্টাসির ভিতর,
কবিরা বেঁচে থাকে জীবনমৃত্যুর আত্মমৈথুন খেলায়,
যেমন জন্ম ও মৃত্যু ঝুইলা আছে পায়ের ইঞ্চিকয়েক ব্যবধানের ভিতর-
সেই নো ম্যানস ল্যান্ডে দাঁড়াইয়া মনে হইলো-
জীবন একটা জ্বলন্ত সিগারেট একদিকে আগুন, অন্যদিকে শেষ।

Comments

    Please login to post comment. Login