কবিরা যেমন সুখী হবে না, পৃথিবীর থামবে না রেষারেষি,
মানুষের লোভ থেকে ছাড় পাবে না এমাজন,
দেশগুলো ভুলে থাকতে পারবে না কাঁটাতার-
এটমিক বোমার ফর্মুলা হবে না লোপাট- জীবনানন্দ আসবে না ফিরে,
মোজার্ট করবে না অপেরা,
তবে এসবের দরকার ছিলো খুব-
যেমন আমারে দরকার ছিলো তোমার; তোমারে আমারো-
অথচ
আমারে পাবে না তুমি, আমিও পাবোনা তোমারে।
78
View