পোস্টস

কবিতা

ছ্যাঁকা

২৭ জুলাই ২০২৪

মিলু

মূল লেখক কৌশিক মজুমদার শুভ

তোমারেই ক্যান ভালোবাসলাম! পাড়ার দোকানদারের ঝুঁটিওয়ালা মাইয়াটারে না, মাধ্যমিক স্কুলের সবচাইতে পপুলার ছাত্রীটারে না, টিপটপ কাজকামে ভালো যুবতী বুয়াটারে না, বেশিবেশি খোঁজ রাখা কেয়ারিং বান্ধবীটারে না- তোমারেই ক্যান ভালোবাসছি!

তোমারেই ক্যান ভালোবাসছি! বাড়িওয়ালার ধনী মাইয়াটারে না, শিল্পপতির যে মাইয়াটা প্রতিরাতে ফেসবুকে নক দেয় তারে না, পাশের ছাদে চাইয়া থাকা সুন্দরী ভাবিরে না, প্রাইভেট টিউশনের চশমাপরা কোঁকড়াচুল ছাত্রীটারে না- তোমারেই ক্যান ভালোবাসতে হইলো!

তোমারেই ক্যান ভালোবাসলাম! তোমার মেধাবী ছোটো বোনটারে না, তোমার চাইতে কোঅপারেটিভ তোমার বান্ধবীটারে না, সুন্দরী পাড়াতো বোন/খালাতো বোনরে না, নিজের পরীর মতোন বউটারে না!
আমারে কী ভূতে পাইছিলো, তোমারেই ক্যান ভালোবাসতে গেছিলাম