কেউ তার বাড়ির মতো না, সুন্দর অগোছালো আপন,
কেউ তার বাড়ির মতো না, একান্ত নিজস্ব বাধ্য,
কেউ তার বাড়ির মতো না, আশ্রয় নিরাপদ একা,
মূলত স্থিতি নেই, উড়তে চেয়ে মাছের মতো একাধিক লাফ দিয়ে পুনরায় ফিরে যায় আশ্রয়,
কেউ তার নির্জনতা দ্বীপের মতো একাএকা উপভোগ করতে গিয়ে-
পুনরায় ফিরে যায় নগরীর উদগ্রীব গণিকালয়।
বস্তুত সবাই যায়আসে নিয়মিত,
মানুষ তার ঘরের মতো না- উদগ্রীব স্থবির অপেক্ষারত।
68
View