পোস্টস

কবিতা

ক্ষণ জন্মা

২৭ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

“ হে বাংলার ছাত্র যুবসমাজ!”

 

তোমরা আছো বলেই তো
বাংলাদেশ আছে!
তোমরা আছো বলেই তো
পতাকা আছে!
তোমরা আছো বলেই তো
যালিমের সিংহাসন
থরথর কাঁপে!
তোমরা আছো বলেই তো
স্বস্তির নিঃশ্বাস পরে!
তোমারদের হাত ধরেই তো
এগিয়ে যায় বাংলাদেশ!
তোমাদের হাত ধরে
পথ চলি আমরা!
স্যালুট তোমাদের - 
জাতির শ্রেষ্ঠ সন্তান তোমরা!

তোমরা যুগে যুগে জন্ম নাও
দেশের মাটির জন্য!
৫২' এ জন্ম নিয়েছিলে তোমরা,
ভাষা পেয়েছি আমরা!
৭১' এ জন্ম নিয়েছো বলেই তো
স্বাধীনতাটা আমাদের!
আমাদের পতাকাটা পতপত করে উড়ে
নীল আকাশের বুক চিঁড়ে!
৯০'এ জন্ম নিয়েছিলে বলেই তো
স্বৈরাচারের পতন হলো!
১৮' এ জন্ম নিলে,
এই আমাদের নিরাপদ সরক দিতে!
আবার দেশের ক্রান্তিলগ্নে
২৪"এ জন্ম নিলে তোমরা - 
আঁধারের বুক চিঁড়ে -
আমাদের সোনালী আলো দিতে!
আমাদের মুক্তি দিতে!
আমাদের বাক অধিকার দিতে!

হে ক্ষণজন্মা বীর সন্তানেরা,
যুগেযুগে আসো তোমরা,
আসো চিরজীবি হতে!
স্যালুট তোমাদের!