এত রক্ত!
এত লাশ!
ফেরার পথ আর নেই!
নতুন বাংলা গড়বে তোমরা!
এটাই মোদের বিশ্বাস!
তোমরা হারলে,
হারবে বাংলা!
অস্তমিত হবে সূর্য!
তোমরাই দেশের কান্ডারি বন্ধু
সামনে এগিয়ে চলো!
আসুক যতো কামান গোলা
আসুক নলার গুলি
আসুক যতো চোখ রাঙ্গানি
থোরাই কেয়ার করি!
তোমার রক্তে জন্ম নিবে
হাজার শহিদ ভাই
জালিমের বুকে কাঁপন ধরাবে
ওদের কোন নিস্তার নাই।
ঝাঁঝরা করুক বুকের পাঁজর
নিক না প্রাণটা কেড়ে,
তবুও তুমি ফিরো না বন্ধু
সামনেই মুক্তি আছে!
তোদের ত্যাগে উঠবে বেড়ে
নতুন প্রজন্ম
মুক্ত আকাশে উড়াবে ডানা
গড়বে সোনার বিশ্ব!
73
View