Posts

কবিতা

অপরিচিত

April 27, 2024

সিয়াম

Original Author সিয়াম

92
View
আমি লাল, আমি নীল, 
আমি রঙ-বেরঙের আলো।
আমি শান্তির শ্বেত কপোত 
আর কখনো বা শোকের কালো! 
আমি উড়ে চলি গায়ে স্মৃতি মেখে দিয়ে, 
খয়েরি ডানা মেলে।
আমি কাধে হাত রাখি অথবা 
আড়চোখে দেখি সহসা দেখা হলে! 

আমি দিন-রাত সব একাকার করে 
চলি ছায়ায় ভর করে। 
কখনো বা আমি অতীতে ডুব দেই 
সময়ের পিঠে চড়ে।
আমার ক্লান্ত গরম শ্বাস-প্রশ্বাসে 
যতো নেমেছে দেহের বিষ,
কাক ডাকা ভোর আর গভীর প্রহরে বিভোর মনে শুনি যে কার শিস? 

যে বাতাসে অতীত গন্ধ ছড়ায়, 
সে বাতাস কি আর আমার সয়? 
যে স্মৃতিতে শোক পিছে পিছে ঘোরে, 
সে স্মৃতিতে কি আর ভালো হয়? 
যখন আমার স্মৃতির চাদর 
হয়ে গেলো ছিঁড়ে খান খান,
পুরাতনের সকল পাঠ্য-কবিতা 
করে দিলাম তোদের দান! 

কারো কাছে যে গান প্রেমের খেলা, 
কারো তা-ই মজার অবহেলা।
কারো কাছে যার নাম ভালোবাসা, 
কারো কাছে তা-ই কেবল খেলা।  
তার কাছে এর নামই কি তবে প্রেম; 
যার আঙুলে করে ভেসে বেড়ায় কাম?
পথে দেখে একদিন আমি হাত বাড়ালাম আর 
সে সুধালো - “কী যেন আপনার নাম?”

Comments

    Please login to post comment. Login