পোস্টস

বাংলা সাহিত্য

অপরিচিত (প্রিমিয়াম)

২৭ এপ্রিল ২০২৪

সিয়াম

মূল লেখক সিয়াম

আমি লাল, আমি নীল,
আমি রঙ-বেরঙের আলো।
আমি শান্তির শ্বেত কপোত
আর কখনো বা শোকের কালো!
আমি উড়ে চলি গায়ে স্মৃতি মেখে দিয়ে,
খয়েরি ডানা মেলে।
আমি কাধে হাত রাখি অথবা
আড়চোখে দেখি সহসা দেখা হলে!

আমি দিন-রাত সব একাকার করে
চলি ছায়ায় ভর করে।
কখনো বা আমি অতীতে ডুব দেই
সময়ের পিঠে চড়ে।
আমার ক্লান্ত গরম শ্বাস-প্রশ্বাসে
যতো নেমেছে দেহের বিষ,
কাক ডাকা ভোর আর গভীর প্রহরে বিভোর মনে শুনি যে কার শিস?

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।